রূপসাগরে ডুব দিয়েছি        অরূপ-রতন পাবার আশায়
তোমার হাতে প্রাণ সঁপেছি    মুগ্ধআঁখির ভালোবাসায়।


বন্ধু অনেক পাবো জানি      ক-জন মেলে এমন সুজন
মনের কথা কানাকানি        খোলামেলা আমরা দুজন।  


ক্ষণিক ছোঁয়া শিহরণ         আড়চোখে কী দেখলো কেউ
এক-নিমেষে বশীকরন       বুকের মাঝে উথাল ঢেউ।  


চোখের দেখা দেখবো বলে    মনবাউল  সদাই উপোসি
কী জানি কোন মন্ত্রবলে        সুজন-বালা এমন রুপসী।


হয়না বিশ্বাস ছুঁয়ে দেখি    সত্যি নাকি কবি-কল্পনা
তোমায় নিয়ে স্বপ্ন আঁকি    রুবি রায় তুমিই রঞ্জনা।


বাইবো দাঁড় ইচ্ছে মতন    তোমার মনের বিজন তীরে
পাবার আশায় অরূপ-রতন    মনডুবুরী ডোবে রূপসায়রে।