সূর্যের মুখ ঢেকে ছায়া এসে পরলো
শান বাঁধানো ঘাটের সোপান বেয়ে ডুব-জলে।
তাই দেখে ছেলেটা খুশির লহর তুলে এক ডুবে
পুকুরের মাঝখানে। শ্যাপলা ফুল দু-হাতে জড়ায়।


গাছগুলো পুকুরের পাড়ে মাথা ঝুঁকিয়ে অভিবাদন
জানায়। জল ফড়িং ভেসে যায় নৃত্যের ছন্দে।
শান বাঁধানো ঘাটের সোপানে একরাশ লজ্জা ছুড়ে
কলসী ভরে ও বাড়ির ছোট মেয়ে। ঠিক তখনই ইলশেগুড়ি। টুপটাপ, টুপটাপ।
চার চোখের মিলন।


নতুন গল্পের শুরু।