এই সেই কলম
যার নিরব অশ্রুপাতে অনেক কবিতা লিখেছি তোমায়
রঙিন স্বপনের জাল বুনেছি, বলেছি মুখফুটে
না বলতে পারা কথাগুলি অবলীলায়, নিষ্প্রাণ সাদা পৃষ্ঠা
বাঙ্ময় কৈশোরের রাঙা কামনায়।


কোন এক শারদ-প্রাতে দিয়েছিলে  
সদ্য পাশ করা স্কুলের ছাত্রটিকে।


বুক পকেটে থাকতো সদা-সর্বদা
তোমার কোমল হাতের উষ্ণ পরশ মিশে যেত
যেন হৃদয়ের অন্তরস্থলে-


তখন কলমের কথা গুলি মনে হতো আমার
আর আমার মনের কথা গুলি কলমের ঝর্ণা ধারা ।


আমার হাসি ছিল কলমের চেনা
কলম টিকে পাশে রেখে তোমার গায়ের গন্ধ নিতাম
        সারা দিন –


আজ আমি আর সেই কলম মুখোমুখি দাড়িয়ে
আঁখিলোর শেষ হয়ে গেছে কবেই আমার,
আর কলমের বুকের গভীরে জমানো তরল ভালোবাসা ।


তোমরা চাইলেও পারবেনা, আমার আর কলমের মধ্যে
রক্তাক্ত দ্বন্দ্বযুদ্ধ বাধিয়ে দিতে।