কাকে বলে ভাল থাকা বুঝি না
ধুলো মাখা রাঙা পথে হেঁটে যাই
হাঁটতেই আনন্দ কী পেলাম দিন শেষে
            উত্তর খুঁজি না।  


কে জানে সে এসেছিলো হয়তো
চুপিসাড়ে মায়াবিনী নিশিডাক
খুলেছিলো দুয়ারের প্রান্ত।  
জানিনা বেসেছিলো ভালো কিনা
আঁখির সে আমন্ত্রন, গ্রহণ করেনি মন
    জীবন নদী অন্য খাতে বইতো।


আজ দেখি আনমনে
আমার সে সাজানো বাগানে
ভরে গেছে নালি ঘাস।  
তার ফাঁকে,কী জানি কার আশে
ফুটে আছে অজানা এক ঘাস ফুল
ভিজে রোদ গায়ে মেখে
অপলক নয়নে।