স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে
অনিবার্য সংঘর্ষ জেনেও
আমরা স্বপ্নকে বাস্তবতার দরজায়  
ঠুকো ঠুকি করতে উৎসাহিত করি


আমাদের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ
আমাদের অবস্থান স্বপ্নের পক্ষে।
বাস্তবতার বিপক্ষে আমাদের দৃঢ় অবস্থান
এখন সাক্ষ্য প্রমানের উর্ধে।


স্বপ্নকে আমরা ছেড়ে দিয়েছি
বখে যাওয়া সন্তানের মত
অথচ বাস্তবতার বেলাই যত বিধিনিষেধ
তার পায়েই যতসব শৃঙ্খল।