একটি গোলাপ আসবে বলে
অপেক্ষায় থেকেছি বহুকাল।
একটি গোলাপ বৃক্ষ গজাবে বলে
আমার স্বপ্ন বৃক্ষরা এখন বনসাঁই।
একটি গোলাপ ফুটবে বলে
বহু ফুটন্ত সম্ভাবনাকে
মাড়িয়ে দিয়েছি অবলীলায়।
একটি গোলাপের প্রতিক্ষায়
আমার সুখের ভ্রুনেরা এখনো
তিলে তিলে বড় হয় কষ্টের জঠরে।
একটি গোলাপের আশায়
আমার প্রতিক্ষার ক্ষণ গুলো
দিন, মাস, বছর, দশক পেরিয়ে
এখন শতকের অভিযাত্রী।
তবুও সকাল-সন্ধায় অপেক্ষায় খাকি
একটি মুর্ত গোলাপ পাবো বলে।
কারণ
সমাধীরাও কখনো কখনো
জেগে থাকে গোলাপের প্রতিক্ষায়।