আমি অসাধারন হতে চাইনি কখনো
তাই একেবারে সাধারন মানুষের মতো
ভুল আর পাপ আমাকে সারাদিনই ডাকে ।


আমি সাধারন মানুষের মতো  
ভুল আর পাপের
সাথী হয়ে যাই অনায়াসে
আবার  প্রতিদিনই আমারই
পাপের হাত ধরে ক্ষমা চাই.
ভুলগুলোকে দেখে কেঁদে ফেলি
নিজের বুকের ভিতর।


পাপ আর ভুল
যেন আর না ডাকে,
তাই কাফনে মোড়ানো আমারই লাশের জানাজায় দাড়িয়ে যাই প্রতিবেলা,
গোড়খোদকদের সাথে হাত লাগিয়ে নিজের কবর খুড়ি যখন তখন.
আবার কবরে আমার লাশ নামিয়ে
আমাকেই খুঁজতে থাকি
আমারই বুকের বেহেস্ত আর দোজখে।
——————
রশিদ হারুন
৩১/০৩/২০১৮