মনোলীনা,
ঘুম থেকে উঠেই ঠিক করেছি
আমি আজ তোমার মত করেই ভাববো
তোমার মত করে দেখবো “আমাকে”
প্রতিদিন, প্রতিমূহুর্তে তুমি যেভাবে “আমাকে” দেখ
আজ আমি শুধু “আমাকে”নিয়ে ভাববো।
আয়নায় নিজেকে দেখতে দেখতে ভাবছি,
তুমি কি আমার সব কিছুই ভালোবাসো, আমি বুঝিনা ?
মাঝে মাঝে মনে হয় আস্ত আমাকেই ভালোবাসো.
আমার সীমাবদ্ধতা, আমার সীমাহীনতা সব কিছুই তুমি ভালোবাসো.
আার নগ্ন শরীর, আমার পৌরুষ . আমার ভীরুতা সবই তোমার ভালোলাগে,
আমার ভালোবাসা ,আমার অবহেলা তোমার ভালোলাগে,
আমার অসুখে ,আমার বিরহ তোমাকে কষ্ট দেয়
আমার রঙঢঙ, আমার অভিমান ও তুমি ভালোবাসো
এমনকি আমার প্রতারনাও তুমি উপভোগ করো।
মনোলীনা,
আয়নায় তাকিয়ে থাকতে একসময় অরুচি হয়ে গেল
নগ্ন পরুষ মানুষের প্রতি,
কি আছে পুরুষের মাঝে?
মায়াবী চোঁখ নেই ,
তৃষ্ণার্ত ঠোট নেই
উদ্ধত পেলব স্তন বৃন্ত নেই
রহস্য ঘেরা যৌনাংগ নেই
জন্ম দেওয়ার জরায়ু নেই,
নিজেকে অনেকক্ষন দেখেই বুঝলাম নগ্ন পুরুষ একেবারে অসহ্য।
মনোলীনা,
অথচ তোমার দিকে সারাদিন , সারারাত তাকিয়ে থাকলেও
আমার তিলমাত্র অরুচি হয়না ,
শরীরের সব পাল্লা খুলে দেখতে বার বার নেশা জাগে,
শুধু নেশাই জাগে ,
আমি পুরুষ ,মৃত্যুতেই কাটবে এই নেশা
মনোলীনা,
আমি বুঝে গেছি
“পুরুষ মানুষকে সারা জীবন ভালোবাসেনা কোনো নারী,
মাঝে মাঝে করুনা করে,
আর সহ্য করে যায় সারাজীবন”।
তারচেয়ে বরং
কোনো নারীকেই তুমি ভালোবাসো আমার মতো করে ।
----------------------------------
জি, এম , হারুন অর রশিদ
৩০/০৭/২০১৭