প্রতিদিন সকালে বারান্দায় গ্রীলে বসে
একটি চড়ুই পাখি
অনেকক্ষন ধরে আমাকে দেখে,
তখন আমি বারান্দায়
সকালের চা নিয়ে বসি,
আমার দিকে তাকিয়ে চড়ুইটি কি ভাবে
আমার খুব জানতে ইচ্ছে করে।


কি স্বপ্ন দেখে চড়ুইটি আমি জানিনা,
হয়তো কিছু ধান,
ঘরের কোনে খরকুটো দেওয়া আরামের ঘর,
নাকি আমার মতো মানুষ হওয়ার স্বপ্ন,
চড়ুইটি ও কখনো জানবে না
আমি একটা পাখির জীবনের স্বপ্ন দেখি
একটা খোলা আকাশের স্বপ্ন দেখি।


“ও চড়ুই তুই উড়ে যা”
তুইতো জানিস না
আমার বুকের আকাশে
আমারই সকল হাহাকার নিয়ে
একটি পাখি উড়ে চলছে সব সময়।
——————-
রশিদ হারুন
০২/০৩/২০১৮