বন্ধু, পারছি নারে ,
আমি আর পারছি নারে,
আমার হয়ে তুই কাঁন্নাটা
একটু কেঁদে দে নারে,
আমি যে একবার কাঁদতে চাই
চিৎকার করে।


আমার কাঁন্নাগুলো দাড়কাকের মতো
এক পায়ে,
ঠায় দাড়িয়ে থাকে এই বুকে যতো
বেহায়া হয়ে,
মেঘ হয়ে শুয়ে আছে
অলস হাহাকার,
কষ্টের রেলগাড়ি হরদম ঘুরছে
মাথায় বারবার,
মেঘ গুলো কান্নার বৃষ্টি হয়ে
ঝরুক না শুধু একবার।


অভিমান আর বিরহ তাই
বসেছে ভাবতে,
আমি পারছি না কেনো
গোপনেও কাঁদতে?


বন্ধু, পারছি নারে ,
আমি পারছি নারে,
আমার হয়ে তুই কাঁন্নাটা
একটু কেঁদে দে নারে,
আমি যে একবার কাঁদতে চাই
চিৎকার করে।


তোকে নিয়ে ঘুরব চরকার মেলা,
চারিদিকে চলছে শুধু ভানুমতির খেলা,
কাঠি আইসক্রীম ও কিনে দিবো যতো খুশি যদি তুই চাস,
কাঁন্নাটা আমায় বিরক্ত করছে খুব বেশি
তুই কি টের পাস।


বন্ধু, পারছি নারে ,
আমি আর পারছি নারে,
আমার হয়ে তুই কাঁন্নাটা
একটু কেঁদে দে নারে,
আমি যে একবার কাঁদতে চাই
চিৎকার করে।
——————————
রশিদ হারুন
১৯/১২/১৮