খুব ভোরে জেগে উঠি খালি বুকে,
বিষাদ তখনও ঘুমে।
মধ্য দুপুরে বুকে বিষাদ দাবড়ায় তার সুখে,
কবিতা তখন বিশ্রামে।


বিকেল বেলা বিষাদ দখলে নেয়  সম্পূর্ণ  আমায়,
শুরু হয় সুখ দুঃখের হিসাব নিকাশ।
রাতের বেলা বিষাদের ও মন খারাপ হয়, আমারই  মায়ায়,
হিসাব  মিলেনা, বুকে শুরু হয় কবিতা’র হাসফাস।
————-
রশিদ হারুন
২১/০১/২০১৯