একা একা হাঁটতে হাঁটতে
রাত প্রায় দশটার দিকে
টি.এস.সির মোড়ে দাঁড়িয়ে
সিগারেটে আগুন ধরাতে গিয়ে
দেয়াশলাইয়ের জ্বলন্ত কাঠির সেই অল্প আলোতেই একঝলক চোখ ঘুরে এলো
দেওয়ালের গায়ে কালো কালির লেখায়-
“কষ্টে আছে আইজুদ্দিন”।


আমি জ্বলন্ত সিগারেটে টান দিতে ভুলে গিয়ে
‌অবাক হয়ে ভাবছি,
কে এই আইজুদ্দিন?
কোন কষ্টে আছেন তিনি?
ক্ষিধার কষ্ট?
অর্থ কষ্ট?
বেকারত্বের কষ্ট?
বোবা হয়ে থাকার কষ্ট?
নাকি আপনজনহীনতার কষ্ট?
অথবা তিনি একজন কষ্টের শিল্পী!


আইজুদ্দিন নামের মানুষটির কষ্টের কথা ভাবতে ভাবতে
আমার সিগারেটের আগুনই নিভে গেলো।


সেই পোড়া সিগারেটে নতুন করে আগুন ধরাতে ধরাতে মনে পড়লো
-আমিও অনেক কষ্টে আছি,
আজ তোমার বিয়ে।
———————
র শি দ  হা রু ন
০৬/০৩/২০২১