বালক বালিকার "মারণাস্ত্র"
-----------------------------------
বালক খুব সাবধানে চলাফেরা করে
শহরের অলিগলি দিয়ে
পুলিশের চেকপোস্ট আর দিনের আলো এড়িয়ে চলে,
ভয়াবহতম মারণাস্ত্র নিয়ে ঘুরে সারা শহর,
লাইসেন্সবিহীন মারণাস্ত্র , একেবারে অবৈধ,
ব্যক্তির জন্য, সমাজের জন্য,
রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর।


বালক বুকের কাছটা আগলে ধরে রাখে সারাক্ষণ
কেউ যেন দেখে না ফেলে,
কেউ যেন টের না পায়
তার বুকে লুকানো আছে
একেবারে ঝকঝকে নতুন মারণাস্ত্র।


বালকের আবার অনেক কিছু
হারিয়ে ফেলবার  অভ্যাস আছে
তাই বালক বুকের খাঁচায়
যত্ন করে লুকিয়েছে তার এই  অস্ত্র
মাঝে মাঝে বুক হাতরে দেখে
বেখেয়ালে হারিয়ে ফেললো  নাতো
একেবারে ঝকঝকে নতুন মারণাস্ত্র,
বুকের ট্রিগার টিপলেই ঝাকেঝাকে গুলি বের হবে,
মরণ হবে এক বালিকার।


বালক সারা শহর  খুঁজে বেড়ায় তার টার্গেট
খুব সাবধানে,খুব গোপনে।
সব বালক একদিন দেখা পায় তার বালিকার,
কেউ কেউ চিনতে পারে আবার কেউ কখনো  পারে না,
কারো মারণাস্ত্রতে ভুল বালিকার মরন হয়,
আবার কেউ কেউ সময়মত
অস্ত্রের ট্রিগারই টিপতে পারেনা,
কিছু বালকের মরণ হয় নিজেরই মারণাস্ত্রে।


বেশিরভাগ বালক মারণাস্ত্র সহ
আত্মসমর্পণ করে সময়ের কাছে
আর যাবজ্জীবন বন্দি  থাকে  
অন্য বালকের জীবনে।
একই অস্ত্রের অনেক নাম
"ভালোবাসা", "বিরহ", অথবা "অভিমান"।
------------------------------
রশিদ হারুন
০৬/১১/২০১৭