আমি দাঁড়িয়ে,
একাকী দাঁড়িয়ে,
নিত্য দাঁড়িয়ে,
আমার শরীর থেকে আজ অপেক্ষার শিকড় আশ্রম গেড়েছে মাটিতে।


তুমি চলে যাও,
তুমি কখনোই দেখোনা,
তুমি বুঝোনা,
একাকী এক মানব বৃক্ষের ‌অপেক্ষা।


বৃক্ষের কষ্ট কেউ বুঝেনা,
বুঝে শুধু মাটি।


মনোলীনা,
দু’হাটু গেড়ে তোমার কাছে আজ নিবেদন জানাই-
পর জন্মে তুমি মাটি হইও,
আমি না হয় বৃক্ষই হবো।
----------
রশিদ হারুন
১৯/০৭/২০২১