আশ্চর্য্য !!
এই শহরের
একবারও কেউ দেখলে না!
আমার আকাশটা অনেকদিন ধরেই
তার বাড়ীর বারান্দায়
ভিজে কাপড়ের মতো রোদে শুকাচ্ছে
একটি অদৃশ্য সুতোয় ।


সেখানে মন খারাপ করে বসে থাকে
অসংখ্য ভিজে রোদ।
সেই ভিজে রোদ
একটা ‘করুন পাপিয়া’ পাখি উড়ে,
ভিজতে ভিজতে উড়ে
একটা সুতো কাটা ঘুড়ি।
আর ঝরঝর করে ঝরে পড়ে
আর ফরফর করে উড়ে
এক বুক মেঘলা বাতাস।
সাথে হাজারো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায়           আমার ‘না ফেলা দীর্ঘশ্বাস’।


আমি এখন এই শহরে ভিজে রোদ ফেরি করি।


———————
রশিদ হারুন
১০/১১/২০১৯