আমার আগোছানো মুখে বটগাছের ঝুলের মত আমার দাড়ি,
দিন দিন বাড়ছে তো বাড়ছে,
সাথে বাড়ছে আমার অক্ষমতা,
সাথে বাড়ছে আমার দীনতা
সাথে বাড়ছে আমার ভীরুতা।
মনোলীনা,
আমি অনেকদিন তোমার চুম্বন থেকে সহস্র মাইল দুরে আছি
মুখে দাড়ি তোমার একটু ও সহ্য হয়না,
তাই আমি লুকিয়ে থাকি,
খুব নিরবে হাটি কেউ টের না পায়।
নিজের দাড়ি নিজে কামানোর মত দক্ষতা আমার কখনো ছিলোনা,
মুখ ,ঠোট কেটে রক্তারক্তি হয়ে যায়
আহত ঠোট তো আর চুম্বন বুঝবে না
নাপিতের কাছে যাওয়ার মত টাকাকড়ি এখন আর নেই ।
মনোলীনা,
আমি তোমার আলিঙ্গন থেকেও দুরে আছি
ঘামের গন্ধ তোমার শরীর ঘুলিয়ে উঠে,
আমি এখন দিনমজুরের মত দিন যাপন করি,
দিনমজুরের শরীরে শুধু ঘামের গন্ধই থাকে
সুগন্ধি কেনার মত টাকাকড়ি এখন আমার নেই।
মনোলীনা,
আমি এখন একটি চুম্বনের জন্য দিন মুজুর হয়ে গেছি,
একটি আলিঙ্গনের জন্য সারাদিন শরীরের ঘাম ঝড়াই,
স্বপ্ন দেখি একদিন আমার দীনতা কাটবে
পকেটে কিছু বাড়তি টাকাকড়ি ঝমবে,
আমি সেই দিনের আশায় আছি প্রতিটি মুহূর্তে ।
মনোলীনা,
তখন, আমি প্রতিদিন তিন বেলা করে নাপিতের কাছে যাব দাড়ি কামাতে,
একদিনেই এক বোতল সুগন্ধি শরীরে মেখে ফেলবো,
তুমি শুধু, তোমার চুম্বন আর আলিঙ্গন আমার জন্যই রেখো দিও।
------------------------------
জি , এম , হারুন অর রশিদ
০২/০৮/২০১৭