একজন নারী আকাশী রং এর শাড়ী পড়ে আমাকে বলেছিলো,
“সব নারীই আকাশ হতে ভালোবাসে,
সব পুরুষ মানুষ কিন্ত্তু ঘুড়ি উড়াতে জানেনা”
আমি তাকে বলেছিলাম,
“কিছু কবি আকাশের গায়ে বাড়ী বানাতে চায়,
বৃষ্টির জলেও মাঝে মাঝে সব কিছুই ডুবে যায়।”


অন্য একজন নারী আমার মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে বলেছিলো,
“চাঁদের আলোতে আপনার চেহারা কেমন যেনো অচেনা মনে হয়,
রাত হলেই পুরুষ মানুষগুলো বদলে যায় কেনো?”
আমি তাকে বলেছিলাম,
“রাত হলে সব কিছুই বদলায়,
চাঁদের আলো আর নিয়ন বাতির আলো মিলেমিশে এক হয় যায়,
রাতে মশা কিন্ত্তু বেশী রক্ত খায়।”


অচেনা একজন নারী ফোন করে চিৎকার করে বলেছিলো,
“ আপনি আমার ফ্রেন্ড রিকোয়েষ্ট accept করেন নি কেনো?
আমি আপনাকে কিন্ত্তু আজীবনের জন্য block করে দিয়েছি”
আমি তাকে কিছুই বলিনি,
শুধু একজন কবি’র কাছে এর কারন জানতে চেয়েছিলাম,
কবি বলেছিলো,
নারী যখন ফ্রেন্ড রিকোয়েষ্ট দেয়, তখন সে বন্ধুত্ব চায়,
আর যখন block করে তারপর জানান দেয়,
তখন সে ভালোবাসা চায়।”
————————
রশিদ হারুন
০৪/১২/১৮