মনোলীনা,
প্রতিদিন সকাল থেকে তোমার বাড়ীর ঠিক উল্টোদিকের রাস্তায় দাড়িয়ে থাকি।
দাড়িয়ে থাকতে থাকতে -
কোনদিন ল্যাম্পপোষ্ট হয়ে যাই,
কোনদিন গাছ,
অনেক সময় পাহাড় হয়ে যাই,
রোঁদে হয়ে যাই পিচ্ পোড়া রাস্তা,
বৃষ্টিতে নদী হয়ে যাই,
বাতাসে উড়ন্ত ছেড়া কাগজ।


এতেও কাজ হবে না ভেবে,
মাঝে মাঝে গলির মাস্তান কুকুর হয়ে যাই,
পাহারা দে‌ই তোমার বাড়ীর দরজা,
কোন অপরিচিত মানুষ যেনো দরজায় টোকা না দেয়,
অনেক সময় লোভী বিড়ালের হয়ে
জানালায় উকি দেই।


তারপর কিছু সময়ের জন্য কবি হয়ে
তোমার বাড়ীর রাস্তা আর দেয়ালের প্রতিটি ইঞ্চিতে কবিতা লিখি মনে মনে,
“ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি”।


শুধু শুধু ল্যাম্পপোষ্ট , গাছ, পাহাড় , নদী , ছেড়ে কাগজ ,কুকুর , বিড়াল  আর কবি হয়ে লাভ নেই,
তোমাকে আর ভালোবাসা হবে না কোনদিন,
ভালোবাসতে হলে প্রেমিক হতে হয়।
প্রেমিক হতে গেলে স্ট্রেইট বলতে হয়।


মনেলীনা,
অনেক হয়েছে,
তুমি বাড়ীতেই থেকো,
আজ প্রেমিক হয়ে তোমার দরজায় কড়া নেড়ে স্ট্রেইট বলে ফেলবো,
“ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি”।
——————
রশিদ হারুন
০৭/০৮/২০১৯