ক্রীতদাস
-------------
যদি আমাকে অবহেলা
করে ফিরিয়ে দাও,


যদি অভিমান করে
আর না তাকাও,


যদি মন থেকে
আমাকে নিষিদ্ধ করে দাও,


যখন নষ্ঠ হওয়ার মন্ত্র
বুকে তীব্র ভাবে কড়া নারে,


তখন আমি নিজেকে
তোমার অহং এর কাছে ,
আমার আত্মা বন্ধক রেখে
একটা মন বৃক্ষ কিনব ।


তখনই তুমি আমাকে খুজবে
তখনই তুমি আমাকে ডাকবে,
আত্মা বন্ধক রাখা মন বৃক্ষে
কখনো মানুষের ছায়া থাকেনা ,
থাকে শুধু ক্রীতদাসের দাসত্বের চিহ্ন
----------------------------
জি,এম, হারুন-অর-রশিদ