পূর্ণিমার চাঁদকে ভালবাসতে নেই
পূর্ণিমার চাঁদ শুধু বিরহ চিনে
পূর্ণিমার চাঁদ ভুল মানুষের কাছে নিয়ে যায়
পূর্নিমার চাঁদ সুখি মনকেও নিঃসংঙ্গ করে।।


প্রতিবার পাগল করা জ্যোৎস্নার আলোতে
ঘরকুনো মানুষটা পথে নেমে পরি,
গোছানো আমি অগোছালো হয়ে যাই,
আকাশের দিকে হা করে তাকিয়ে থাকি
যতক্ষন না রক্তের মধ্যে
বৈরাগী নাঁচন শুরু না হয়,
এক সময় মনে হয়,
পূর্নিমার চাঁদের মত
আমি জন্ম থেকেই একা।
জ্যোৎস্নার আলো যখন
আমার দু চোখে জ্বলে উঠে,
আমিও হয়ে যাই পূর্ণিমার চাঁদ,
বুকের ভিতর বুনো উল্লাসে
শিষ বাজিয়ে মনে মনে বলি,
“আমি আর কখনোই
নিজের কাছে ফিরবো না”।।
--------------
জি, এম, হারুন-অর-রশিদ
০৪.০৬.২০১৬