"মনোলীনা,"
আমি যেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম,
তার পর থেকে আমি আর আয়না দেখিনা ।


আমি দেখতে কেমন হয়েছি জানিনা,
মিথ্যা বলার পর অনেক রাত ঘুমাই না,
চোখের নিচে কালো দাগ পরেছে কিনা বলতে পারবো না।
মিথ্যা বলার পর আর আলোর দিকে তাকতে পারি না,
মিথ্যা বলার পর থেকে জমানো সুখগুলো
হাতের ফাঁক দিয়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে,
মিথ্যা বলার পর থেকে আমার আকাশটা
ক্রমশ ছোট হয়ে মাথায় লাগছে।


"মনোলীনা,"
ভুলে যাওয়ার আগে
আজ আমি তোমাকে সত্য কথাটি বলবো-
“আমি তোমার চেয়েও বেশি ভালোবাসি আমার কবিতাকে”।।
------------------------------------------
জি, এম, হারুন-অর-রশিদ