এক দিন ভুল করে আকাশ ছুয়েছি
মেঘ অমনি ভিজিয়ে দিল হাতটা,
একদিন ভুল করে সমুদ্রে পা ডুবিয়েছি
নোনাজলের গন্ধ শরীর থেকে আর গেলোনা ।।


একদিন ভুল করে সূর্যের দিকে তাকিয়েছি
চোখের জল আর কখনি ঠাণ্ডা হলোনা ,
একদিন ভুল করে সিগারেটের আগুন বাতাসে ছুড়েছি
তারপর সব ভালবাসার ঘরে আগুন লেগেছে ।।


একদিন ভুল করে পৃর্নিমার চাঁদকে ভালবাসিনি
তারপর থেকে চাঁদের শরীরে কলংক লেগেছে ,
এক দিন ভুল করে তোমাকে লেখা চিঠি হারিয়েছি
তারপর থেকে সকল পোষ্ট অফিস বন্ধ হয়ে গেছে ।।


একদিন ভুল করে ভোটের সময় খুব ঘুম পেয়েছিল
তারপর থেকে ভালবাসায় এখন আর গনতন্ত্র নেই,
একদিন ভুল করে নদীতে চোঁখের জল ফেলেছি
অমনি নদীর জল উপচে বন্যা শুরু হয়েছে ।।


একদিন ভুল করে ভুল করেছি
তারপর থেকে আমি "ভুল মানুষ" হয়ে গেছি ।।


-----------------------
জি, এম, হারুন-অর-রশিদ
0৪.০৯.২০১৬