আমার অস্থিরতা আমাকে যাযাবর বানিয়েছে,
যাযাবর দের বসত ঘর থাকে আকাশে,
ঘরের ভিতর না থাকে ঘুম না থাকে স্বপ্ন,
ভালবাসা আর অভিমান মিনিট আর ঘণ্টার কাটার মত
মাঝেমাঝে এক হয়ে আবার যাযাবর হয়ে যায়।
কি হবে মাটিতে ঘর বানিয়ে, আকাশকে আড়াল করে,
স্বপ্ন দেখবার দূরবীন খুঁজতে গেলে ঘর ভাংগে,
বুকে লুকিয়ে রাখতে রাখতে দূরবীনের কাচ ঝাপসা হয়ে যায়।
বুকের জানলা খুলে যাযাবর মানুষকে ডাকতে হয় মাঝেমাঝে,
মাঝেমাঝে যাযাবর ও খোলা জানালায় উকি দেয়,
বড় লোভ জাগে পরিপাটী বিছানার দিকে তাকিয়ে
স্বপ্ন দেখার দূরবীনে চোখ রেখে বলি -
অস্থিরতাই একজন কবির গৃহজীবন
তাই আমি মৃত্যূর কাছে দাড়িয়ে ও অস্থির।।
------------------------------------------------
জি এম হারুন অর রশিদ
১০/১২/২০১৬