কেউ একজন আমাকে একটা চিঠি লিখো ,
আমাকে অনেক দিন কেউ চিঠি লিখেনা,
আমি প্রতিদিন একজন ডাকপিয়ন এর অপেক্ষায়
ঘরের দরজা হেলান দিয়ে বসে থাকতে থাকতে,
খালি দরজায় এখন আমার ছায়া দেখা যায় ।
কত ফেরিওয়ালা আসে, ভিক্ষুক আসে,
অপরিচিত লোকজন অন্যের ঠিকানা খুঁজতে আসে,
তবুও একজন ডাকপিয়ন আসে না।
আমি ঘুমের মাঝেও চিঠির অপেক্ষায় থাকি,
সকাল , বিকেল , রাত্রিতেও চিঠির অপেক্ষায় থকি।
কষ্টের মাঝে ও একটা চিঠি খুজি
বিরহে কাতর হয়ে মন খারাপ করে ঘুরি ,
অভিমানে না খেয়ে থাকি ,
ইচ্ছে করে চোঁখের জলে ঠোট ভিজিয়ে দেখি,
কষ্ট আর অভিমানের স্বাদ নোনতা, নাকি অন্য রকম?
তবুও আমাকে কেউ ডেকে বলেনা,
আপনার নামে একটা চিঠি এসেছে।
আমাকে কেউ একজন একটা চিঠি দাওনা,
চিঠিতে হাতের লেখায় থাকবে কাটাকুটি ,
সাথে থাকবে একজন মানুষের দীর্ঘশ্বাস
আর পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ।
অথবা প্রতিটি শব্দে থাকবে ভালোবাসা আর অভিমানের গল্প।
সাত সমূদ্রের ওপার থেকেও আমাকে একটা চিঠি দাওনা কেউ,
পৃথিবীতে এমন কেউ কি নেই,
যার আমার মত একটা চিঠি দরকার।
--------------
জি , এম . হারুন অর রশিদ
১৯/০১/২০১৭