মনোলীনা, তুমি কি কখনো
অশান্ত সমুদ্র দেখেছো ?
-কেনো , সমুদ্র এর জলে,
কি ছবি একেছো


-দুর, ছবিতো আমি সারাদিন
মনে মনে আঁকি
-তাহলে আমার ছবিটা এখনি করে দাও ,
চলবে না ফাকি ,


-তোমাকে ফাকি দেবার দুঃসাহস
কোনো পুরুষ মানুষের হবেনা
-অন্য পুরুষের কথা বললে কেন
কক্ষনো আমায় আর ছুবেনা,


-পুরুষ মানুষ এখনো চিনলেনা,
হাত দিয়ে না ছুয়ে
মন দিয়ে ছুবো
তখন হাতের চেয়ে বেশি
মন দিয়ে পাবো ।
-সব পুরুষই কি তোমার মত জোচ্চর
শুয়োরের মত খচ্চর


-এখন আবার চোঁখের জল
ফেলে কি হবে
-খচ্চরের সাথে কাটবে
সারা জীবন এই ভেবে।


-শুনো ,আমি তোমাকে অশান্ত সমূদ্রের
কথা বলতে চেয়েছি
আমাকে যখন ভিখারীর মতন
দুর দুর করে দুরে সরিয়ে দিবে
আমি তখন অশান্ত সমুদ্রের মত হয়ে যাবো
তখন আপন পর না দেখে , সব ডুবিয়ে দেবো।


মনোলীনা,
পুরুষ মানুষর জন্য অযথাই চোখের জল ফেলা
সমুদ্রের জলের রং এতো অল্পতে বদলায় না।
-----------------------
জি , এম , হারুন অর রশিদ
১৪/০৩/২০১৭