মনোলীনা,
তোমাকে দেখলেই আমার কান্না পায়
যতোবার তাকাই, ততোবারই কান্না পায়
আমি খুবই অস্থির হয়ে থাকি
চোখে যেন কান্নার জল চলে না আসে।


মনোলীনা,
চোখদুটো কোথায় লুকাবো,
মাঝে মাঝে মনে হয় বুকের মধ্যে লুকিয়ে রাখি,
মাঝে মাঝে মনে হয় মনের মধ্যেই লুকিয়ে রাখি,
নদীর জলে ডুবিয়ে রাখি,
অথবা নিকশ কালো অন্ধকারে লুকিয়ে রাখি,
আমার কান্নার জল যেন তোমাকে বিব্রত না করে।


মনোলীনা,
তোমাকে দেখলেই আমার ভিতরকার
পুরুষ বোধটা হাহাকারে বিরহী হয়ে যায়,
তোমাকে ছুয়ে দেখতে ও ইচ্ছে জাগে,
কাম জেগে উঠে গোপনে সমস্ত শরীরের লোমকুপে
তারপর কাম ধুয়ে ফেলি না দেখা চোখের জলে।


মনোলীনা,
তোমাকে দেখলেই আমার কবি হতে ইচ্ছা করে,
তারপর বুক হাতরে খুঁজে পাই অক্ষমতা,
তোমাকে নিয়ে কবিতা না লিখতে পারার অক্ষমতা,
এই অক্ষমতায় আমার প্রচণ্ড কান্না পায়।


মনোলীনা,
তোমাকে দেখলেই আমার
বলতে ইচ্ছা করে "ভালোবাসি",
তারপর না বলতে পারার প্রচণ্ড কষ্টে
আমি দুমড়ে মুচড়ে ভেংগে যাই বুকের ভিতর,
বুক ভাঙতে ভাঙতে আমার কান্না পায়।


মনোলীনা,
তোমাকে দেখলেই আমার কান্না পায়
যতোবার তাকাই, ততোবারই কান্না পায়।
-------------------------------------------
রশিদ হারুন
১৪/১২/১৭
অসোয়া,কানাডা