যখনই আপনি আপনার নামে জনগনের স্লোগান শুনবেন,
আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেনই এক সময়,
এই নেশা কোনো ফেক্ট্ররীতে তৈরী হয়না,
তৈরী হয় জনতার বিশ্বাসে,
জনতার স্লোগানে,
আর সাধারন জনতার চেয়ে উঁচুতে
কোনো মঞ্চের মাইকে।


যখনই মানুষ নেশাগ্রস্ত হয়
সব সময় কিন্ত্তু সত্য বলেনা,
আর যা যা বলে কিছুক্ষন পরেই ভুলে যায় নেশা কেটে গেলে।


আর তাই মঞ্চে মাইকের সামনে দাড়িয়ে,
কবিগন, লেখকগণ, আমলাগন, রাজনৈতিক নেতাগণ ,আর সুশীলগন যা যা বলেন তা নিয়ে বেশী মাথা ঘামাতে নেই,
উনারাই সব ভুলে যায় মঞ্চ থেকে নামলেই,
আমজনতাই শুধু মনে রাখে সেই কথা।


সংবিধিবদ্ধ সতর্কীকরণ: যে কোনো নেশাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
———————
রশিদ হারুন
৩০/১১/১৮