মিথ্যে
——
বিষন্ন বিকেল,
তীব্র  ঝড় বৃষ্টি,
যে এ সময় মিথ্যে করে বলবে,
‘ভালোবাসি ভালোবাসি’
সে আর কোনদিন একটিও জোনাকির দেখা পাবে না,
সে আর কোনদিন জোছনার চাঁদ পাবেনা,
সে অমাবস্যায় মরবে প্রতিদিনই।


আর যে শুনবে,
সে হয়তো কোনদিন মরবে
অভিমানের নদীতে ডুবে।
———


প্রতারনা
———
তীব্র ঝড় বৃষ্টিতে দু’জনই ভিঁজলাম।
আমার শরীর মন কাপিয়ে অসুখ হলো,
ডাক্তার বললো,
তোমার শরীরের তাপেই শুধু কমবে এই অসুখ।


একই জলেই তো দু’জনেই ভিঁজলাম,
তোমারতো কিছুই হলো না।


তুমি দরজা বন্ধ করে দিলে
আমাকে রাস্তায় একা রেখে!!
এই ঝড় বৃষ্টির দিনে মানুষ কুকুর বিড়ালকেও ঘরে ডেকে নেয়।
অথচ তুমি  আমাকে কোনো করুনাই করলে না!!


কি ছিলো ঐ বৃষ্টির জলে?
কি ছিলো ঐ ঝড়ের বাতাসে?
—————



হাহাকার
————
তুমি ভেবেছিলে আমি ভিখারীর মতো
ভালোবাসা খুঁজতে মানুষের  দরজায় দরজায় ঘুরবো।


আমি কখনোই ভিখারীী ছিলাম না,
আমি সন্নাসী সেঁজে ধ্যানে বসেছি তোমারই বন্ধ দরজার ওপাশে।


যদি তুমি ডেকে ধ্যান না ভাঙ্গাও,
তবে হাজার বছর ধরে
তোমারই দরজায় বসে ধ্যান করবো
দালাই লামার মতো মমি হয়ে।


ঠিক প্রাচীন মিশরীয় মমির মতো।
————————


রশিদ হারুন
১২/০৭/২০১৯