সাতদিন ধরে বারান্দায় ঝুলছে তোমার হলুদ শাড়িটা ,
তার পাশেই আমার কালো রঙের একটা পাঞ্জাবি।


হলুদ শাড়িটা হঠাৎ করেই মাঝে মাঝে দমকা এক বাতাসে এলোমেলো হয়ে যায়,
আর তখনই সে পাঞ্জাবিটার শরীরে ঝাপটা আঘাত দেয়।
কোনো কিছুরই পরোয়া নেই এই জগতে তোমার শাড়িটার,
সবকিছুতেই যেনো তার অহংকার আর  খামখেয়ালিপনা।


শাড়িটার পাশেই আমার কালো পাঞ্জাবিটা
নিথর হয়ে পড়ে আছে সেদিন থেকেই।
কোন তাড়াহুড়া নেই পাঞ্জাবিটার।
দেখলে মনে হয় কোথাও যাওয়ার জায়গা নেই তার এই জগতে,
শুধুই অপেক্ষা আর অপেক্ষা।


মনোলীনা,
কী এক অদ্ভুত মিল আমাদের দু’জনের সাথে শাড়ি আর পাঞ্জাবিটার!
সাতদিন হলো তুমি বাড়িতে নেই,
অভিমান কমলে একটিবারের জন্য হলেও বাড়ি এসো।
তোমার বেপরোয়া হলুদ শাড়িটাকে অন্তত একবারের জন্য শাসন করো,
তাকে স্হির হতে শিখিও।
যদি আরেকটু সময় পাও
তাহলে আমার কালো পাঞ্জাবিটাকে যত্ন করে আলমারিতে রেখে দিও।


মনোলীনা,
তুমি কি আজ বাড়ি ফিরবে?
---------
র শি দ  হা রু ন  
২৩/০৬/২০২১