খুব শখ জাগে-
ভালবেসে একেবারে মরে যাই ।
ঝড় বৃষ্টির সাথে পাল্লা দিয়ে
নিজেকে অস্হির করে তুলি,
তোমার ঠিকানা জানার জন্য,
ভুল ঠিকানায় ভুল দরজায়,
বারবার কড়া নেড়ে
নিজেকে ধিক্কার দেই ।
ভুল ঠিকানায় কোন
অপেক্ষার মানুষ নেই
ভুল ঠিকানায় কোন
শুদ্ধ মানুষ থাকেনা,
থাকে ভুল মানুষ।
ভুল ঠিকানার ঘর কষ্টের
ভুল ঠিকানার ঘর প্রতারনার ।
খুব শখ জাগে -
শুধু একবার শুদ্ধ ঠিকানায় কড়া নাড়ি
তারপর ভালোবেসে একেবারে মরে যাব ।।
----------------------------------------
জি ,এম ,হারুন-অর-রশিদ