----------------------------------------
শাহেদ তুইতো বেঁচে আছিস,  
এতেই খুশি থাক,
কতো কিছু প্রতিদিন মরে,
কেউ টেরও পায়না
কেউ খোঁজ ও নেয়না,
সেদিন আকাশে একটা তারা মরে গেলো
কেঊ জানতে ও চাইলো না
কি দুঃখে মরে গেলো তারাটি।
কেউ জানতে চায়না,কেউ জানেনা।

নদী কেনো মরে যায়,
শহরের বাতাস কোন দুঃখে মরে যায়,
বৃক্ষরা কেনো শ্লোগানহীন কন্ঠে মরার মিছিলে,
কেউ জানতে চায়না,
শাহেদ তুইতো বেঁচে আছিস,  
এতেই খুশি থাক।


বালিকাটি কেনো স্বামীর সংসারে
গলায় দড়ি দিয়ে মরলো,
প্রেমিক যুবক কেনো অভিমানে মরে,
বেকার যুবক কেনো চাকুরী খুঁজতে গিয়ে
কোন গ্লানিতে মরে,
কিশোরী কার কষ্টে কেঁদে কেঁদে মরে,
আমজনতা ভদ্রভাবে বাঁচতে গিয়ে
প্রতি মাসে একবার করে কেনো মরে,
মানুষ দিন দিন যতো ধার্মিক হয়-
ধর্ম কেনো মরে তার অন্তরে,
কবি কেনো শব্দের অভাবে মরে-
কেউ জানতে চায়না,
শাহেদ তুইতো বেঁচে আছিস,  
এতেই খুশি থাক।


প্রতিনিয়ত বিশ্বাস মরছে,
ভালোবাসা মরছে,
ভরসা মরছে,
মরছে মানুষের ভিতরের মানুষ,
কেনো মরছে, কেউ জানতে চায়না,
সবাই  চোখ খোলা রেখে
বুক বন্ধ করে আছে,
তুইও থাক
শাহেদ তুইতো বেঁচে আছিস,  
এতেই খুশি থাক।
-------------------------------
হারুন রশিদ
২২/১০/১৭