এবেলায় আজ আর আমি চাইনা
তুমি এ পথ ধরে যাও
ওরা (সত্ত্বা) চুপ থাকলেও আমি পারিনি
আমাকে পথ চলতেই হত
শুধু ছন্দ পতনেরই ভয়
এটুকু বাদে
আমি যোজন ক্রোশ পাড়ি দিতে পারি।
তুমি কিছু কি ভেবে রেখেছে?
ভুল বুঝো না
ওরা (দুঃখরা) এপাড়ার কেউ না
শুধু তোমার পদাঘাত শুনতে পেলেই
দল বেঁধে ছুটে আসে
আমার ছোট্ট আঙ্গিনায়
এমনিতে আমাকে স্বপ্ন দেখতেই হত
অন্যথায় শত বছরও অদেখায় থাকতে পারতাম
তুমি মন্দ বলো না প্লিজ
বিনা মেঘে এখন আর বৃষ্টি নামে না
তবু তুমি যাতায়াত করতে পারতে
দেউলিয়ার দ্বায়ে
যদি এ নিবাস নিলামে বিক্রি হত
তুমি চাইলেই পারতে না
ওদের (অশ্রুর) মত করে থাকতে
তুচ্ছ হলেও অশ্রু তো‍!
এতটুকু ব্যাথা পেলেই সখ্যতা চাইবেই।