খোলা জানালায় দাড়িয়ে আমি
পথিকের অপেক্ষায়
লোনা জ্বলে ভিজে গেছি
ক্লান্ত বৈরি বাতাশের ঝাপটায়
ক্ষুধা আছে খাদ্য নাই
যুদ্ধ আছে অস্ত্র নাই
জ্বালা আছে নিস্তার নাই
ঘর আছে দ্বার নাই
আমি রুদ্ধ, মাতাল বদ্ধ
আমি হীন, দীনতায় পরিপক্ক
আমার পায়ে পরাধীনতার শিকলী
আমি অসহায়, আমি বঞ্চিত বাঙ্গালী