সকলে আপনার করে সাজায়
আপন ভূবন
ভিন্ন প্রিয়াসে জীর্ণ আশে অবিরাম
শুন্য রোধন।
কেউ রৌদ্দুরে কেউ বা ছায়ায়
মেখে য়ায় পবন
ডেকে যাওয়া ফাল্গুনে এঁটে বসে
অঝর শ্রাবণ।
ছিন্নমূলে হ্নদয়ের ভূলে কেউ বা
চায় অবসান
কেউ মহাকূলে মহা উল্লাসে
ছুটেছে অনির্বান।
কেউ ভুলে ভুলে ভ্রান্তির বেড়াজালে
আপনারে করে দান
কেউ বা আকাশ পাতাল ফুড়ে
বনেছে মহান।
শান্তির উচ্ছ্বাসে বুকভরা বিশ্বাসে
গড়ে তোলা কবিতা
গলে যায় আঁধারের বুকে, যতক্ষনে
অপেক্ষমান রবিটা।
পাপড়ীর স্থঙ্খলনে অপূর্ণতার অনলে
পুষ্পের সৌন্দার্য
কমল পাতায় পানি মানায় হিরকমণী
তবুও পরিতাজ্য.....



16,April, 2015.