কিসের লাগি এ ঘর বেধেছিনু?
দিন শেষে ভেঙ্গে যাবে যদি খেলাঘর।
বন্ধন টেনে বেড়ায় সর্ম্পক;
তবু্‌ও আপন হয়ে যায় পর।
রক্ত রক্তকে ধোঁকা দেয়, মানুষ মানুষকে!
আপন ধোঁকায় পড়ে শেষে নিজে।
প্রতিদান পেয়েছি কি কভু?
নিভৃতে যখন আপন বালিশ ভিজে।
কিসের লাগি খুজে মরি সুখ?
সুখ কেমনে লভিব? সুখ তো অপ্রতিরোধ্য অসুখ।
অস্তিত্বের বেড়াজালে ঢিল ছুড়ে
পেরেছি কি ফিরাতে অপরের বিমুখ?
ফেলে আসা চরণভূমি দেখিনি পিচুফিরে
করতে গিয়ে স্বপ্নগুলি পূরণ।
আপনার মাঝের ভীরু অসুস্থতা
গোপনেই করে যায় শান্তি হরণ।
কিসের লাগি বেঁচে থাকার শত চেষ্টা?
আমি তো মরেছি সহস্র বর্ষ পূর্বে
কেমনে বলব পেয়েছি পূর্ণতা!
শুন্যতা যে বাস করে পূ্র্ণতার গর্ভে।