একা পথ চলতে গিয়ে,
হল বৃষ্টির সাথে দেখা,
বলল সে, দৃষ্টি কেড়ে নিয়ে,
থাকো না কিছুক্ষন, আমি যে বড়ই একা.
কিবা আর করতাম তক্ষন,
একা নিরিবিলি বসে থেকে.
সাড়া দিলাম, সে ডাকলই যখন.
দিলাম তাকে দুখাঁনা স্বপ্ন এঁকে.


সিক্ত হলাম তার ঘন বর্ষনে,
দুহাত প্রশস্থ করে দিয়ে.
মিশেছি তার মাঝে প্রবল আকর্ষনে,
কতইনা সুখী! সে আমাকে পেয়ে.
সে আমাকে জড়িয়ে রেখেছিল,
অতি পরম ও পূর্ণতার আঁচলে.
সে অনেক অনেক কথা বলেছিল,
দুজনারই প্রিয় নিরাবতার ছলে.


আমি ভাবতেই পারিনি,
দিয়েছিল সে কতটুকু সুখ!
তবু কখনো ফিরিয়ে দেয়নি,
যখন সে এগিয়ে দিয়েছিল বুক.
বলল সে, শেষ মুহুত্বে,
রেখ মোরে অতি যতনে.
আমাকে অনেকটাই হয়েছিল ভাবতে,
অবশেষে জমিয়ে রেখেছি নয়নে