তুমি সাদা কালোর যে বিভেদ খুজছ
সেটা জল কেঁটে আলাদা করার সামিল নয় কি?
মরভূমির বুকে মরিচীকার মত যা ভয়ংকর!
শুনে কি বিস্মিত হয়েছ খুব?
তবে থামিয়ে দাও না, তোমার সাদা-কালোর ধাঁধাঁকে
তুমি কি কখনো বায়ুকে ধুলোবালির থেকে
পৃথক করার কথা ভেবেছ?
কিংবা রাতের বুকে দানা বাধা কালোর শিবির
চেয়ছ কি গুড়িয়ে দিতে?
কি আশ্চর্য্য এতটা জঠিল হবার কথা ছিল কি?
নিশ্চয় বুকের ক্ষতগুলি একবার হাতরে দেখতে চাইবে!
সেগুলি কি শুকিয়ে গেছে? অন্তত দাগ গুলি তো খুজে পাবে!
কোন রং লেগে আছ?
সাদা যদি চির শুভ্র হত
চির কুমার্য্য যদি যৌবন না হারাত
আধার কি সূর্যের প্রভায় বিভাজন হত?
জানি, তুমি সার্বজনীন উত্তরটি খুজে পাবে না।
আধিপত্যকে বড় করে দেখার ক্ষমতা আমার নেই
চামচিকের গর্তে লাঠি ঠেলে
বাচ্ছাটা বের করে আনাটাও ক্ষমতার অপব্যবহার
কারন, সাদাকে কালো ছাড়া কল্পনা করা যেমন অসম্ভব
তেমনই সাদা ছাড়া কালো অস্তিত্বহীন
তুমি এবার পালাতে চাইব নিশ্চয়?
তবে জেনে রেখ, "পরিপক্কতা ব্যতীত
কিছুই পৃথিবীর বাইরে যেতে পারবে না"।