আকাশের বুকের তারা খসে যায়
কে বলে দুঃখ নেই তায়।
তবে কি আকাশ অনুভুতিহীন
বৃষ্টি দেখনি আকাশের ক্রন্দন।
ছুয়ে দেখা হলোনা তোমার
হলো না কবিতা হলো না ইতিহাস।
প্রেমাহত পাখি হয়ে একা রাতে
আকাশের তারা ছিঁড়ো আক্রসে।
তারা খসবে বৃষ্টি ঝরবে
আদি-অন্তে আকাশ থাকবে।
বিরহ সয়ে আকাশ মহান
তাইতো কবি গেয়েছে গুনগান।