তোমার সাথে হাঁটতে  চেয়েছি পৃথিবীর পথে
যেথা বন্ধুর কাঁটার পাপোষ বিছানো থাকে
হাতে হাত ধরে নিয়ে যাবে দূর অজানায়
স্বপ্নের পারাবার পারি দেব এক সাথে দুজনায়
দুঃসাহসের অভাব ছিল বলে
দেখা হয়নি নীলাকাশ ছুঁয়ে যেথা ঝরনা নামে
জ্যোৎস্না স্নান শিশিরে ভেজা
রোদ্দুরের শরীরের ঘ্রাণ শুকানো,কিছুই হলোনা।
অতৃপ্ত বাসনা ঝরে যায় বকুলের মত
তোমায় নিয়ে কল্প ছবি এঁকেছি কত
ঐ দূরে নক্ষত্রের আলো মিটিমিটি জ্বলে
তুমি আছ হৃদয় আকাশে দীপ জ্বালিয়ে।
গোধূলির রঙে সেজেছে দিগন্ত
মিশে গেছে শূন্য সবুজে অনন্ত
নদীর স্রোতের মতো হারিয়ে যাবো মোহনায়
ফুটিবে সেই কলি যে ছিলো এতকাল বেদনায়।
তুমি এলে না বলে ওগো পাষাণ হৃদয়
কুল কলঙ্কের দাগ লাগে নি তোমার গায়
আমি আজ একা অপরাধী একাই দোষী
প্রেমানলে পোড়া মন তবুও বলে ভালোবাসি।