তুমি সূর্যোদয়ের ভোরের আলো
তোমায় বড্ডবেশি বাসিভালো
ঘাসের ডগায় শিশিরের স্নানে
স্নিগ্ধ গোলাপ তুমি ভেজা কেশে।
তোমার চোখে স্বপ্ন এঁকে শুরু হয় দিন
কল্পলোকে ভাসাই সাম্পান কূল হীন
কেটে যায় বেলা নিঃসঙ্গ দুপুর
বিকেলটা থাকে বেদনায় ভরপুর।
দূর দিগন্তে অন্ধকার নিয়ে আসে সন্ধ্যা
তুমি হীনা শূন্য গৃহ একেবারে বন্ধা
নিশুতিরাতে রাতজাগা পাখি ডাকে বনে
জেগে কাটাই নিশি কাঁদি একা মনে।
এমনি করে কেটে যায় দিবানিশি
দূর নক্ষত্রের মত তোমায় ভালোবাসি
না পাওয়া প্রেম বেঁচে আছে অনুভবে
গড়েছে মহল এক হৃদয়ের বন্দরে।