ভূলোকে মোরে দ্যুলোক দাও
এ নহে মোর বাসনা।
আঁধার দূরি আলোক জ্বালো
অন্তর মম শুদ্ধ কর,হে অন্তর্যামী।
নিদারুণ দাগা পেয়েছি হেথা
মিছে মায়ায় জড়িয়ে একা
কত যতনে বাঁধি বালুচরে বাসা
নিরাশার ঝড়ে মুছে যায় আশা।
ভব সাগরে পড়ে ভাসলাম অকুলে
রইলাম তোমায় ভুলে
ডুবো ডুবো তরী মোর
ভিরাও সৈকতে।
চিত্ত মম ব্যথিত ব্যথায়
পায় না খুঁজে শান্তনা।
পুলকিত করে দাও
চাই তোমার করুনা।
আমি কেমন করে পাব
তোমারও সন্ধানও
স্মরিণি তোমায় প্রভু
থাকতে সময় কভু।
ভবের জালে জড়িয়ে কেঁদে ফিরি,
মুক্ত করে দাও হে অন্তর্যামী।