ভালোবাসা ভালোলাগা এক সাথে গাঁথা
বিশ্বাসে টিকে থাকে ভালোবাসার বাসা
বিশ্বাস ভেঙ্গে গেলে ভালোবাসা থাকে না
থাকে শুধু মেনে নেয়া জৈবিক কামনা
যারে ভালোবাসি তারে ভালো লাগে না
মিছে মায়ায় সন্ন্যাসীও হতে পারি না।
যত পূজা পূজো তারে তার মন ভরে না
পূজা পেয়ে অকৃতজ্ঞ প্রতিদান দেয় না
এরা লোভী এরা পাপী এরা কিছু বুঝে না
স্বার্থপর স্বার্থ ছাড়া অন্য কিছু খুঁজে না।
জোয়ারের পানিতে বালির বাঁধ টিকে না
বালুচরে বাঁধা বাসা ঝড় এলে থাকে না
ভালোবাসার মন নিয়ে খেল খেলো না
এই মন ভেঙ্গে গেলে জোড়া কভু লাগে না।