অর্থ গেলে অর্থ আসে
দিন কয়েক পরে
হীরা মুক্তা মনি কাঞ্চন
মিলে অর্থ দিলে।
শুধু মন হারালে পাওয়া যায় না
খুঁজলে জনম ভরে
মন বিক্রি হয় মনের দামে
সাধক জনেই জানে।
হারা শশী ফিরে আসে
আলোর হাসি মুখে
মেঘে ঢাকা বাদল পরে
সূ্র্য ফিরে আসে।
হারিয়ে গেল মনের মানুষ
ফিরে এলো না
প্রেম বিচ্ছেদের জ্বালা
সে যে কেন বুঝল না।
যে চলে গেছে
তারে যায় না ভোলা
স্মৃতির দহনে বারে বারে
দিয়ে যায় দোলা।