আজ আমি ঝরা ফুল পথের ধারে
মম হৃদয়ের ব্যথা কে বুঝতে পারে
  হে নব যৌবনা আধফোটা কলি
   কত নব স্বপন ভরা তব আঁখি
   আমিও ছিলাম তোমারই মতো
স্বপ্ন দেখতাম জেগে তোমার মতো।
আমার আকাশেও ছিল নক্ষত্রের খেলা
জোছনার সাথে ছিল শিশিরের মেলা
  বাতাসে গন্ধ বিলিয়ে মেলেছি ডানা
মধুকর এসেছিল মেটাতে তার তৃষ্ণা
আমার ও প্রেম ছিল আশা ছিল মনে
প্রাণ কেড়েছিল ভ্রমরের মাতাল গানে
স্বপ্নের সাম্পান পায়নি সুখের তীর
পাপড়িরা ছেড়ে গেছে বেদনার নীড়
ভুল কে বলেছিলাম সুন্দর তাই
হলোনা মায়ের চরণে ঠাই
পুড়েছি ব্যথার অনলে ভাই
নিয়তির চেয়ে বড় কিছু নাইl