আবার  যদি সে আসে কোন এক গোধূলি লগ্নে
দেখা হয় যদি কোনো এক জ্যৈষ্ঠের ঝড়ো দিনে
          রংধনুর সাত রং হতে গাঢ় আলতা এনে
                              রাঙিয়ে দেব তার পায়
          ভরাশশীর আলোর সাথে চন্দন মিশিয়ে
                             মাখিয়ে দেব তার গায়।
          দূরবন হতে বেলীফুল তুলে মালা গেঁথে
                              পরিয়ে দেব তার গলে
           তাঁরাদের বাগিচার লাল গোলাপ এনে  
                           সাজিয়ে দেব তার  চুলে।
আাবার যদি সে আসে কোন এক শরতের সাঝে
   দেখা হয় যদি কোন এক নিমগ্ন জোছনা রাতে
         সন্ধ্যা তাঁরার সাথে জাগিয়া পাহারা দিয়ে
       সাধিব সব বাতাসের সুর গীতালি গাহিতে।
        আকাশের সব নীল এনে রেখেছি জমিয়ে
                রাখবো তার চোখে সে যদি আসে
ঊর্মি যেমন বার বার ফিরে আসে সাগরের বুকে
সে কি আর আসবেনা তেমনি দুদণ্ড শান্তি দিতে।