মিথ্যে গুলো ছিল এতটাই মধুমাখা বিষ
যেখানে অঙ্কুরিত হয়নি সন্দেহের বীজ
মেঘের পালকে উড়ে চলেছি হাওয়ায়
স্বপ্ন বুনেছি ভূমিতে উর্বর হৃদয়।
কে জানতো এ-সব ছিলো সত্যে মোড়া
প্রতারণা আর প্রবঞ্চনার নিথর পাহাড়
মিথ্যের বালুময় মরুভূমির পাথার
যেথা মরিচীকা দেখায় জলের আধার।
দিয়ে গেলে শত মিথ্যে অপবাদ
তবুও তোমাকে জানাই ধন্যবাদ
মিথ্যে হলেও বলেছিলে ভালোবাসি
সেই প্রেম হলো আজ গলার ফাঁসি।
হৃদয় চূর্ণ আজ পোড়া গন্ধ ছড়ায়
ফেলে আসা স্মৃতিরা জাগে পাহারায়।
অবিরল ঝরে নয়ন বারি
কেমনে পোহাবে মোর শাওন বিভাবরী।