পাথরের মূর্তির চরণে প্রেমাঞ্জলি দিলাম
সে নির্বাক,তার কোন সারা না পেলাম।
জানা ছিল না সেথা নেই হৃদয়ের আবাস
নির্দয় নীলাকাশ করে বসবাস।
পূজারিণীর সব পূজা হলো নিষ্ফল
হাল ভেঙ্গে নাবিকের তরী গেছে তল।
কাঁটার আঘাত তুচ্ছ করে গাথি পুষ্পমালা
পেলাম না প্রনয় পেলাম শুধু জ্বালা।
এ জগৎ-সংসার মিছে মায়ার লীলা
খেলিছো প্রভু আমায় নিয়ে কোন খেলা।
নিরবে ব্যথার নদী বয়ে চলে বুকে
যাবে কি জীবন এমনি ধুঁকে ধুঁকে?
নিরাশার বালুচরে মরিচীকার বৃষ্টি
তবু কেন স্বপ্নে বিভোর দুটি দৃষ্টি?