বুকটা যেন বাক্যের কারাগার
কত কথা বন্দী হেথা
হয়নি বলা সে ব্যথা
বয়ে চলছে কষ্টের পারাবার।
আঁখি তুলে দেখলে না
মনের ভাষা বুঝলে না
বিষ বৃক্ষের মত সয়ে গেলাম
আশার দুয়ারে কিছু না পেলাম!
শ্রাবণের আকাশ দুটি আঁখি
জেগে কাটায় প্রতীক্ষার রাতি
পাহাড়ের কান্না ঝর্ণা হয়ে বয়
সাগরের মোহনায় মিশে রয়।
আগ্নেয়গিরি সুপ্ত এ বুকে
যায় চলে দিন ধুঁকে ধুঁকে
আসবে কি সেই আলোর প্রভাত?
তিমির রজনীর হবে নিপাত।