প্রেমের অনলে পোড়া দগদগে ক্ষত
     জ্বলন্ত হৃদয়ে শূন্য হাহাকার
  তুমি এলে এক পশরা বৃষ্টি নিয়ে
আমার কি আছে তোমাকে দেবার?
  খাঁচা ভেঙ্গে পাখি গিয়েছে উড়ে
ভাঙ্গা খাঁচায় থাকবে কেমন করে
    চারিদিকে শুধু ধুধু মরীচিকা
    আলো নয় আলেয়ার খেলা
  প্রেমাহত পথিকের নিরাশার নীড়
নিশি এলে খেলা করে দুঃস্বপ্নের ভীড়।
হেথা তুমি জাগাতে ঝরা ফুলের ঘুম
মরুভূমিতে ফলাতে চাও শস্যের ধুম
তোমার কামনা হিমবিলাস ফাগুন
রূপালি জোছনা স্নানে শ্রান্ত প্রান
মৃত সভ্যতায় গড়তে প্রেমেরমহল
  সকল প্রয়াস হলো আজ বিফল।
রিক্তহাতে ফিরে যাও ওগো প্রেয়সী
শূন্য বাগানে নিঃস্ব তব স্বপ্নের প্রেমী।