কূল ভেঙ্গে যমুনায় জাগে চর
কাশ ফুলে শুভ্র ঢেউয়ের ঝড়
নক্ষত্রের আলো জ্বলে নিশিতে
জুঁই চামেলি ভিজে শিশিরে।
নদীর স্রোত সাগরে তলায়
জীবনের ক্ষণ মহাকালে হারায়
গগনচুম্বী দালান ধ্বসে যায়
উঠে রবি নতুন সভ্যতায়।
তোমার অশ্বত্থের পাতার বাতাস
জুড়িয়ে দেয় ক্লান্ত পথিকের পিয়াস
দিয়েছো কত স্নেহ কত অনুদান
কিছুই দিতে পারিনি তার প্রতিদান
একদিন আর থাকব না আমি
তুমি থেকো চিরদিন প্রিয় জন্ম ভূমি
তোমার আকাশে উঠে জ্যোৎস্না
যত দেখি যেন সাধ মিটে না।
ঘুমিয়ে যাবো চিরন্তন সুখে
ঠাই দিও মা তোমার বুকে
আমার ১০০ ব্রিলিয়ন দেহকোষ
তোমাতে মিশে হয়ে যাবে নিঃশেষ।